জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কিশোরগঞ্জ জেলা কার্যালয় আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বাস্তবায়নে কার্যালয় কর্তৃক নিয়মিতভাবে বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় বাজার তদারকির মাধ্যমে ২০১৫-১৬ অর্থ বছরে ২,৮৮,০০০/- (দুই লক্ষ আটাশি হাজার) এবং ২০১৬-১৭ অর্থ বছরে ৮,২৬,০০০/- (আট লক্ষ ছাবি্বশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে এবং ২০১৭-১৮ বাজার অভিযান অব্যাহত আছে। এছাড়াও নিয়মিতভাবে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা তৈরির জন্য ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লিফলেট, পাম্পলেট বিতরণ অব্যাহত রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস